র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০ আগস্ট ২০২২ইং তারিখ। আসামী মিঠুন মন্ডল(৩০), পিতা গোপী মন্ডল, সাং-বিল গোবিন্দপুর, ওয়ার্ড নং-০৯, ইউপিঃ আমগ্রাম, থানাঃ রাজৈর, জেলা-মাদারীপুরকে গাজাসহ হাতে নাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মামলা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট