কবিঃ রৌনকা আফরুজ সরকার
দেশদ্রোহী তুই তোর টাকার পাহাড় থেকে
কিছু টাকা দিয়ে নেতা কিনতে পারিস,
অস্ত্রের ভয় দেখিয়ে রটাতে পারিস,
তুই আমার উন্নয়নের পথে বাঁধা হতে পারিস,
অস্ত্রের সাথে মিতালী তোর
তুই ঘটাতেও পারিস,
শুধু কিনতে পারিসনা আমার একটা কলম।
তুই তোর ক্ষমতাবলে সহজেই হত্যার
হুমকি দেওয়াতে পারিস,
টাকারগুণে দল বদলাতে পারিস,
দেশদ্রোহী তোর ক্ষমতা আর অস্ত্র
আজো কলমের চেয়ে বড় নয়,
আমার কিছু নেই, আছে শুধু একটা কলম,
তাই একদিন আমারই হবে জয়।
টাকার বিনিময়ে তুই
হাজারটা মীরজাফরের জন্ম দিতে পারিস,
তোর বিদ্যা খরচ করে দ্বন্দ্ববাদের
জন্ম দিতে পারিস
শুধু কিনতে পারিসনা আমার একটা কলম।
বিক্রি হয় কাছের মানুষ, বিক্রি হয় বন্ধু- বান্ধব,
নেতা বিক্রি হয়, বিক্রি হয় ভাই-বোন
সমাজে বাড়ছে তাই গুম খুন,
মানবতায় ধরেছে ঘুণ।
লেখকের মৃত্যু হলেও কলমের মৃত্যু হয়না
হুকুমদাতা ও হত্যাকারীকে ইতিহাস সয়না।
হবেই হবে কলমের জয়
কলমের যে নেই মৃত্যু ভয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট