যশোরে ঝিরিঝিরি বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষের সিমাহীন দুর্ভোগ।যশোরে গত কয়েক দিন যাবৎ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর বাড়ছে নিম্ন আয়ের মানুষের শিমাহীন দুর্ভোগ। সেই সাথে বাড়ছে খাবারের সংকট। বিপদে পড়েছে শ্রমিক, রিকশা চালক, ভ্যান চালক, ব্যাটারি চারিত ইজিবাইকের চারকরা। যেমনি বেড়েছে জালানি তেলের দাম তেমনি বেড়েছে বাজারের চাউল থেকে শুরু করে প্রতিটি জিনিসের দাম। নিম্ন আয়ের মানুষের বাচে থাকার মতো কোন উপায় নেই বলে জানান, কয়েক জন শ্রমিক ও রিকশা চালক, রবিউল ইসলাম জানান, যে আমরা প্রতিদিন আয় করি ৩০০- ৪০০ টাকা এতে কি করে আমরা বেচে থাকবো জানিনা। আরেকজন বাবলু জানান যে আমরা প্রতিদিন হাজিরা ৫০০ টাকা তাতে করে চাউল তেল কিনার পরে আর টাকা থাকেনা বাজার করি কেমনে। আর কিছু দিন এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মরা যাবো। তাই যে ভাবে হোক সরকার যেন আমাদের মতো গরিবের কথা চিন্তা করে নিত্য পণ্য সকল জিনিসের দাম কমায়। তানাহলে দেশের মানুষ না খেয়ে মারা যাবে। এদিকে বৃষ্টির কারনে টিকমতো রোডে বেরোতে পারছেনা নিম্ন আয়ের মানুষ যারা রিকশা, ভ্যান চালায়। এদিকে খলনা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সাগরে যে নিম্ন চাপটি ছিলো সেটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তাই দু একদিনের ভিতরে এ দুর্জোগ কেটে যাবে বলে জানান, খুলনা আবহাওয়া অফিস।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট