শুক্রবার দেখা যাবে এ বছরের শেষ সুপারমু
চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন একে সুপারমুন বলা হয়। গত জুন ও জুলাইয়ে সুপারমুন দেখার পর আবারো সেই সুযোগ এলো। বৃহস্পতিবার দেখা মিলবে সুপারমুন। জানা গেছে, চাঁদটিই হবে ২০২২ সালের শেষ সুপারমুন। তবে বাংলাদেশ থেকে থেকে এই সুপারমুন দেখা যাবে ১২ আগস্ট অর্থাৎ শুক্রবার।
এদিকে সুপারমুনের বিভিন্ন নাম থাকে। এর আগে যেমন ছিলো স্ট্রবেরি মুন কিংবা থান্ডার মুন। এবার দেখা যাবে স্টার্জন মুন। এই সুপারমুন অনেকাংশে বিরল। কারণ সারাবছরে মাত্র তিন থেকে চার বার এই দৃশ্যের দেখা মেলে।নাসার তথ্য অনুযায়ী, সুপারমুন দৈনিক চাঁদের থেকে প্রায় ১৪ থেকে ৩০ শতাংশ বেশি ঝলমল করে। যার কারণে সেই দৃশ্য দেখে মুগ্ধ হন বিশ্ববাসী। এবার ১১ আগস্ট দেখা স্টার্জন মুন। সাধারণত স্টার্জন মুন এমন একটি পূর্ণিমায় দেখতে পাওয়া যায়, যে সময় চাঁদ পৃথিবীর সব থেকে কাছাকাছি অবস্থানে থাকে। চাঁদের কক্ষপথে পৃথিবীর নিকটতম এই বিন্দুকে বলা হয় পেরিজি।এদিকে স্টার্জন নামটি এসেছে উত্তর আমেরিকার অ্যালগনকুইন উপজাতি থেকে। আসলে স্টার্জন হলো একটি মাছ যা এই উপজাতির মানুষরা খুব সহজেই ধরতে পারেন। প্রতিবছর এই উপজাতির মানুষরা এই সময় স্টার্জন মাছ ধরেন, যার কারণে এই পূর্ণিমার চাঁদের নাম দেয়া হয়েছে স্টার্জন মুন।এই সময় চাঁদকে পূর্ণিমার তুলনায় স্বাভাবিকের থেকে অনেকটা বড় দেখাবে। পৃথিবী আর চাঁদের মধ্যে থাকা দূরত্ব প্রায় ২৬ হাজার কিলোমিটার কমে যাবে। ফেব্রুয়ারি মাসে দেখা গিয়েছিলো ফ্লাওয়ার মুন, জুন মাসে দেখা গিয়েছিলো স্ট্রবেরি মন তারপর জুলাইতে বাক মুনের পর স্টার্জন মুন হলো এই বছরের চতুর্থ এবং শেষ সুপারমুন। এছাড়াও এই বছর বেশ কয়েকটি বিশেষ চাঁদ দেখা যাবে। সেই তালিকায় রয়েছে এই ১০ সেপ্টেম্বর হারভেস্ট মুন, ৯ অক্টোবর হান্টার মুন, ৮ নভেম্বর বিভার মুন এবং ৭ ডিসেম্বর কোল্ড মুন
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট