ফুলছড়ির কঞ্চিপাড়াতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ আগষ্ট) বিকালে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের এমএইউ একাডেমি মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম সরকার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা শালু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান বাদল, সহ-সভাপতি অশ্বিনী কুমার বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাদল, কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন সরকার সহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকের হাতে নিহত হন বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্ব-পরিবার। সেদিন বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হয়েছিল।কেননা পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট