যশরে মনিরামপুরে প্রতরনা করে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে, টুঙ্গিপাড়ার গোপালগঞ্জ আমিনুল ইসলাম সরদার
বর্তমান সময়ে বাংলাদেশকে একটি আদর্শ উন্নত রাষ্ট্র হিসেবে রুপদান করে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য জননেত্রী দেশরত্ন সফল প্রধানমন্ত্রী নিরালস ভাবে পরিশ্রম দেশ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কে বিশ্বের কাছে ইতিহাস করে দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা মানবতার মা সেই জেলাকে পুঁজি করে প্রতারক টাকা লুটিয়ে নিয়েছে বাড়ি মোঃ আমিনুল ইসলাম ,পিতা:মৃত: বারিক সরদার, ৪নং পাটগাতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গিমারডাঙ্গা গ্ৰামের বাসিন্দা (কোড-৮১২০) টুংগীপাড়া গোপালগঞ্জ ।
মনিরামপুর যশোরের নজরুল ইসলাম জানান তিনি ২০১৯ সালে রুস্তম আলী ফকির মারফতে প্রতার ক আমিনুল ইসলামকে ব্যবসা ও চাকরির জন্য ধাপে ধাপে ২৫ লাখ টাকা প্রদান করে এখন প্রায় সর্বস্বান্ত হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় নজরুল ইসলাম বর্তমান পথের ফকির ।বর্তমানে খেয়ে না খেয়ে দিন যায় মনিরামপুরের নজরুলের, পরিবার বর্তমান আর কোন পথ নেই সে এখন পথের ভিখারী, পরে ব্যবসা গুটিয়ে ফেলে নতুন চাকরির নামে প্রতারণার জাল বিস্তার করে প্রতারক আমিনুল ইসলাম চক্রটিপ্রাই সময়ে সব জায়গায় সুকৌশলে বিভিন্ন বড় বড় নেতাদের সঙ্গে ছবি কখনো বা পুলিশ প্রধান ডিসি ডিআইজি নাম আবার কখনো উচ্চপদস্থ কর্মকর্তার পরিচিত ভাই- বন্ধু এবং খুব কাছের মানুষ হিসেবে পরিচয় দিয়ে থাকে এবং বিমানের টিকিট নেতাদের পরিবারের খরচ এর কথা বলে
এটাকে প্রখর অস্ত্র হিসেবে ব্যবহার করে পঁচিশ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক আমিনুল ইসলাম সর্বশেষ কিছুই দিলোনা সে,এভাবে ৩ টি বছর অতিবাহিত হয়ে গেছে,এখনো ঘুরাচ্ছে, টাকা চাইলেই প্রান নাশের হুমকি দিতো প্রতারক আমিনুল ইসলাম।সর্বশেষ কোন পথ না পেয়ে যশোর কোটে একটি মামলা করে নজরুল ইসলাম প্রতারক আমিনুলের বিরুদ্ধে মামলার তারিখ ১৪-৬-২০২২ মামলা নম্বর ৪৪০ মামলাটি সিআইডি তদন্তে আছে, শুধু তাই নয় তথ্য অনুসন্ধানে জানা গেছে প্রতারক আমিনুল ২৫ টির মত সিম ব্যবহার কর যে নাম্বারে কথা হয় পরে তাকে এই নাম্বারে পাওয়া যায় না,এবং সে চার চারটি বিয়ে করেছে এবং জুয়া খেলার তার পেশা বর্তমান প্রতারক আমিনুল ইসলাম ও রুস্তম আলী ফকির পলাতক আছে।ভুক্তভোগী নজরুল ইসলাম এখন পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে মানবতায় জীবনযাপন করছে ।ভুক্তভোগী পরিবারের একটাই দাবি জননেত্রী দেশরত্ন মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ তিনি যেন একটু বিষয়টার উপর নজর দেন ও তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার ভিক্ষা চান। সর্বশেষ প্রশাসনিক ভাবে সঠিক তদন্ত করে কোর্ট জমা প্রদান করুন এবং তার টাকাগুলো যাহাতে ফেরৎ পেয়ে আবার নতুন করে জীবন শুরু করতে পারে এই দাবি জানান ভুক্তভোগীর পরিবার
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট