মানুষের জন্য যখন আপনি আনকন্ডিশনালি সব করবেন তখন মানুষ আপনাকে ভয়ংকর রকমভাবে taken for granted ধরে নেবে! মানে যত যাই হোক, আপনাকে ডাকলেই পাওয়া যায় এবং রাগ বেশীক্ষন থাকে না, সো এরা আপনাকে অবহেলা করেই যাবে, হয়ত দু’একবার আপনাকে গুরুত্ব দিয়ে কাছে ডাকবে, বাট দুদিন পরে আবার যে লাউ সে কদু! আপনি বলতে বলতে ক্লান্ত হয়ে যাবেন বাট এদের কানেও ঢুকবে না আর এদের চোখেও পরবেনা যে আপনারো কেয়ারিং দরকার আছে, এপ্রিসিয়েশন আপনিও চান। এরা এক্সিকিউজ দিবে যে “আমি তো মানুষটাই এমন!”
আপনিও মনে করবেন আচ্ছা থাক মানুষটাই মনেহয় এমন! বাট অন্যদের বেলায় দেখবেন সে কিন্তু নরমাল ইমোশন বোঝে, সবই বোঝে শুধু আপনার বেলায় রেসপন্সটা নাই! মাঝেমাঝে আপনি নিজেও কনফিউজড হবেন যে কি রে ভাই, এই সিম্পল কার্টেসিটাও কেন আপনাকে দেখাচ্ছে না! কেন আপনার কোন গুরুত্ব নাই??? এটার কারন ভাই আসলে আপনি নিজেই! কেউ আপনার ভ্যালু কমাতে পারেনা। অতিপ্রেম বা অতি-আন্তরিকতা দেখাতে গিয়ে মানুষ নিজেই নিজেকে অতিরিক্ত ইজি গোয়িং বানিয়ে দেয়! তাহলে কি ভালোবাসবেন না? আন্তরিকতা বা পছন্দটা দেখাবেন না??অবশ্যই দেখাবেন, কিন্তু সবখানে না। যে একবার আপনাকে ছোট করতে পারে, অবহেলা করতে পারে সে বারবার পারবে, কারন ওই সাহসটা আপনার আচরনের জন্যই সে পেয়েছে। ট্রাস্ট মি কোন হেলথি রিলেশন একতরফা হয় না, যারা বুঝে না তাদের বোঝানোর চেস্টাও করেন না বারবার। জাস্ট লিভ দেম ফর গুড!
Collected from FB
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট