গাছা থানাধীন তাঁতীলীগের অনুষ্ঠানে ভূমি দস্যু কথিত যুবলীগ নেতা জুয়েল মন্ডল কতৃক সংবাদকর্মী আরিফ কে হত্যার চেষ্টা করে হামলা চালান। গাজীপুর মহানগর গাছা থানা এলাকার বোর্ড বাজারে গত ১৬ ই আগস্ট আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার সময় কথিত যুবলীগ নেতা রাশেদুজ্জামান ওরফে জুয়েল মন্ডল কতৃক দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার স্টাফ রির্পোটার মোঃ ফয়জুল ইসলাম আরিফকে হত্যার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে সাংবাদিক আরিফ খান ১৮ ই আগস্ট ২০২২ ইং তারিখে জীবনের নিরাপত্তা চেয়ে এবং ১ জনের নাম উল্লেখ করে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন,যাহার নং-১১১১ বলে জানা যায়। ভূক্তভোগী ও ডায়েরি সুত্রে জানা যায় গত ১৬ ই আগস্ট ২২ তারিখে গাজীপুর মহানগর তাঁতীলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস অনুষ্ঠানে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সেখানে সাংবাদিক আরিফ সংবাদ সংগ্রহের জন্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত হলে, কথিত যুবলীগ নেতাও উপস্থিত হন। জুয়েল মন্ডলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার সুবাদে জুয়েল মন্ডল তার ১৮/২০ জন সাঙ্গ পাঙ্গদের সাথে নিয়ে অনুষ্ঠানের মধ্যেই হামলা করার চেষ্টা করে। এ বিষয়ে কথিত যুবলীগ নেতার মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট