বিয়ের দাবীতে ৮ দিন ধরে অনশন আর কত দিন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজি শেখসুন্দর গ্রামের এক কলেজ ছাত্রী বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে ৮ দিন ধরে অনশন করে আসছে। এ দিকে ওই এলাকার কিছু দালাল এ ঘটনাটিকে ঘিরে অর্থনৈতিক সুবিধা পেতে বিষয়টি সমাধানে কালক্ষেপন করছেন। ওই কলেজ ছাত্রীর অভিযোগ তাকে বিয়ের প্রলোভনে ধর্ষন করেছে তার প্রেমিক। ওই কলেজ ছাত্রীর পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেখা যায়নি। ৮ দিন ধরে অনশনরত থাকায় ওই কলেজ ছাত্রী ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছে। যদিও অনশন কোনো সমাধানের পথ নয় তবুও আর কতদিন অনশনে থাকলে এ সমস্যার সমাধান হবে ? এলাকার দালালরা তাদের অর্থনৈতিক সুবিধা পেতে আর কতদিন কালক্ষেপন করবেন ?
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট