র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযান চালিয়ে একজনকে আটক করেছে।
অদ্য ২১ আগস্ট ২০২২ইং তারিখ রাত ১৫.৩০ ঘটিকার সময় শরীয়তপুর শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন চরধীপুর সাকিনস্থ জনৈক মাঈন উদ্দিন পেদার বসত বাড়ীর পূর্ব পাশে বাংলাবাজার হইতে গোসাইরহাট বাজারগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে
একজনকে আটোক করে আসামী মোঃ কাজল মাদবর(২৪), পিতা-মৃত রতন মাদবর,মাতা-মজিদা বেগম, সাং-চরধীপুর, ওয়ার্ড নং-০৪, ইউপি-ইদুলপুর, থানা-গোসাইরহাট, জেলা-শরীয়তপুরকে গাঁজাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ১ (এক) কেজি গাঁজা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট