বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির যশোর জেলা শাখার পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি। রেজি নং-এস-১১৩৮৭ যশোর জেলা শাখা, যশোর।
অস্থায়ী কার্যালয়ঃ কারবালা রোড, ওয়াপদা অফিসের সামনে, যশোর ।তারিখ, 22/4/2022 সোমবার দুপুর ১২ টার সময় প্রেশক্লাব যশোরে সোসাইটি আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন,বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি যশোর জেলা কমিটি পক্ষে দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে নানান প্রতিকূলতার মধ্যে যশোর শহর ও শহরতলীতে স্বল্প আয়ের সাধারণ মানুষের চলাফেরায় আমরা সেবা নিয়ে চলেছি। দেশে জনসংখ্যা বৃদ্ধি, কর্মসংস্থানের অভাব বেকারত্ব বৃদ্ধি, সহজতর দাতায়াত ব্যবস্থার ঘাটতিসহ সংবিধ কারণে কোন কোন সময় চলাচলে যানজটের সৃষ্টি হয়ে থাকে। বলা যায় ইজিবাইক মানুষের চলাচলে সস্তা এবং গতিসম্পন্ন। বহু শিক্ষিত বেকার এখন আমাদের সঙ্গি হয়েছেন চালক তথা শ্রমিক হিসেবে শুরু থেকেই ইজিবাইকে সম্প্রতি বেশীর ভাগ ক্ষেত্রে ৫/- টাকা হারে ভাড়া নিয়ে আমরা যাত্রীদের সেবা নিয়ে আসছিলাম। কিন্তু বর্তমানে জ্বালানী তেলসহ বিদ্যুতের মূল্য বৃদ্ধি, নিত্যপণ্যের অগ্নী শিক্ষার ব্যয় বৃদ্ধিসহ ইজিবাইকের যন্ত্রাংশ টায়ার টিটন, রক্ষনাবেক্ষনে ব্যাপক খরচ বৃদ্ধি পাওয়ায় আমাদের পক্ষে বর্তমান ভাড়ায় আর পরিবহন সেবাএ বিষয়ে আমরা আমাদের সংগঠনের সাধারণ সভায় আলোচনা করে তা ঠিক করা হয়েছে। গৃহীত প্রস্তাব গত ৩০ জুন ২২ যশোর পৌর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শ্রমিক মালিক সংগঠনকে লিখিতভাবে অবহিত করেছি। আমরা ভাড়া বৃদ্ধি করে আমাদের পরিবারের বর্তমানে মানবেতর জীবন থেকে একটু শান্তি দিতে চাই। সেকারণ সংবাদ পত্রের মাধ্যমে সমাজের সকল পর্যায়ের মানুষের কাছে আমাদের ভাড়া বৃদ্ধির হার জানাতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।আশা করি যশোর শহর ও শহরতলিতে বসবাস ও চলাচলকারী সমাজের সর্বস্তরের মানুষের জন্য
সহনীয় হবে। ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত আপনাদের যুক্তিপূর্ণ লেখনি ও প্রচারের মাধ্যমে বাস্তবাধন সম্ভব হবে।এই সাথে আমরা বর্তমান ভাড়ার হার ও বর্ধিত
ভাড়ার হার আপনাদের সহ সকলের অবগতির নিচে তুলে ধরলাম।সভাপতি,জালাল, সাধারণ সম্পাদক শামীমুজ্জামান শামীম। বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির যশোর জেলা
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট