খুলনায় বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট লাবিব আকরাম সড়ক দুর্ঘটনায় আহত।খুলনায় বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট লাবিব আকরাম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার২২আগস্ট আনুমানিক ১টা ২০.ঘটিকায় নড়াইল জেলার কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের।বিমান বাহিনির গ্রুপ ক্যাপ্টেন মোঃ সাইফুল ইসলাম পিলুর সন্তান,বিমান বাহিনীতে কর্মরত ফ্লাইট লেফটেন্যান্ট লাবিব আকরাম (২১),ও তার ফুফাতো ভাই খুলনা দিঘলিয়া গ্রামের মোঃ মাহমুদুল হাসান মুন্না (২৩),খুলনা ডুমুরিয়ার চুকনগর হতে একটি হোন্ডা হরেন্ট মোটরসাইকেল যোগে দিঘলিয়া যাওয়ার সময় খুলনা-দৌলতপুর রোডের রামকৃষ্ণপুর মধ্যপাড়া বিনয় মন্ডলের পুকুর পাড়ের পার্শ্বে একটি মাহেন্দ্র কে ওভারটেক করার সময় রাস্তার উপরে থাকা বালিতে স্লিপ করে পড়ে যায়। এতে বিমান বাহিনীর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট লাবিব আকরামের মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং মাহামুদুল হাসান মুন্নার শরীরের কিছু অংশে ছুলে/কেটে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় জনসাধারণের সহায়তায় তাদেরকে দুপুর ১টা ৪৫ ঘটিকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরবর্তীতে বিমান বাহিনীর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট লাবিব আকরামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে রেফার্ড করলে তাকে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার যোগে বিকাল ৪টা৪৫ ঘটিকায় ঢাকা সিএমএইস হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। মাহামুদুল হাসান মুন্না বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ০৯-১০ বেডে চিকিৎসাধীন আছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট