*নিজস্ব সংবাদদাতা,ধনিয়াখালী, ৩১ শে মে*:-
সুরসপ্তকের পরিচালনায় ধনিয়াখালীর জয়কৃষ্ণবাটীতে বলরাম দত্তের দূর্গা মন্দিরে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সমস্ত অনুষ্ঠানটির পরিবেশনায় ছিলেন সুরসপ্তকের ছাত্রছাত্রী বৃন্দ। এই মনোজ্ঞ অনুষ্ঠানে প্রথমে নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করেন সংস্থার অধ্যক্ষ পার্থ মল্লিক। প্রদীপ প্রজ্জ্বলন করেন বলরাম দত্ত এবং গৌরী দত্ত। সমস্ত ছাত্রছাত্রী বৃন্দ নজরুলের প্রতিকৃতিতে পুষ্প জ্ঞাপন করে। এই সঙ্গীত মুখর মনোজ্ঞ অনুষ্ঠানে নজরুলের নানা ধরনের সঙ্গীত পরিবেশন করে সকলের মন জয় করে নেয় সুরসপ্তকের কলাকুশলীরা। সকল ছাত্রছাত্রীকে একটি করে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে অনেক জ্ঞানী গুণী মানুষ উপস্থিত ছিলেন। এলাকার বিশিষ্ট সাংবাদিক শেখ সিরাজকে বিশেষ সন্মান জ্ঞাপন করেন মৌমিতা মল্লিক দাস। তাঁর স্বরোচিত কবিতা সকলকে মুগ্ধ করে। সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দর ভাবে সঞ্চালনা করেন অমিত ভট্টাচার্য । এলাকার মানুষদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট