দৈনিক খবর পদ্মা সেতু ডেস্ক :
ঈদুল আজহা উপলক্ষে চতুর্থ দিনের মতো চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল ৮টা থেকে শুরু হয় অনলাইন টিকিট বিক্রির কার্যক্রম।
এ সময় ১৫ জুনের ঈদ যাত্রার টিকিট পেতে প্রথম আধা ঘণ্টায় প্রায় ১ কোটি ৭০ লাখ হিট পড়ে সার্ভারে। শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। প্রথম শিফটে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের আর অন্যদিকে দুপুর ২টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট বিক্রি।
বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। সরেজমিন দেখা গেছে, কমলাপুর রেলস্টেশন অনেকটাই ফাঁকা। নেই চিরচেনা সেই ঈদযাত্রার পরিচিত ভিড়। চারদিকে সুনসান নীরবতা। তবে ভার্চুয়াল টিকিটযুদ্ধ ছিল তীব্র।
ঈদযাত্রার আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে এসে সকাল ৮টার দিকে সার্ভার খুলে দেয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ভার্চুয়াল যুদ্ধ। এ সময় পশ্চিমাঞ্চলের প্রায় ১৫ হাজার টিকিট বিক্রি হয়। প্রথম শিফটের আধা ঘণ্টায় সার্ভার হিট হয় ১ কোটি ৭০ লাখ বার। ভার্চুয়াল যুদ্ধে টিকিট পেয়ে আনন্দের কথা জানান তারা।
বরাবরের মতো এদিনও অনলাইন বিড়ম্বনার কথা তুলে ধরেন টিকিটপ্রত্যাশীরা। ঘরে বসে যারা টিকিট কাটতে পারেননি, তাদের অনেকেই ছুটে আসেন কাউন্টারে। জানান হতাশার কথা।
আবদুল্লাহ আল ফাহাদ নামে এক টিকিটপ্রত্যশী বলেন, ‘সকাল ৮টা থেকেই অনেকক্ষণ ধরে টিকিট কাটতে চেষ্টা করেছি। টিকিট দেখায় কিন্তু ক্লিক করলে জিরো দেখায়। বলা হচ্ছে, সার্ভারের সমস্যা। কিন্তু অনেকেই তো টিকিট পাচ্ছেন। কী হচ্ছে, বুঝতে পারছি না।’
আল শাহরিয়ার আকাশ নামে আরেক টিকিটপ্রত্যাশী বলেন, ‘টিকিট কাটতে ৮টা বাজার সঙ্গে সঙ্গে চেষ্টা শুরু করি। কিন্তু টিকিট কাটা সম্ভব হয়নি। মুহূর্তেই টিকিট হয়ে যায়।’
এদিকে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, অন্যান্যবারের তুলনায় এবার সার্ভারে কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না যাত্রীদের। সেই সঙ্গে রেলের সক্ষমতার তুলনায় বিপুল চাহিদা থাকায় টিকিট পাচ্ছেন না অনেকেই।
আগামী বৃহস্পতিবার (৬ জুন) শেষ হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি, আর যাত্রা শুরু হবে ১২ জুন থেকে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট