এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
তোমারেই মনে পড়ে আব্বা ব্যকুলও বিরহে-
শুণ্যতায় জ্বলে এ হিয়া নিঃরবে দগ্ধ ব্যথা বহে,
তুমি হীনা মরু বুকে ধূঁ-ধূঁ বালুচর যায় যে বয়ে-
প্রকৃতির অমোঘ নিয়ম যেতে হবেই নিরবে সয়ে!
ছিলে তুমি বটবৃক্ষ রুপে মাথার উপরে ছায়াদানে-
দেখেছি ঐ চাঁদ মুখ শক্তি সাহস অনুপ্রেরণা বানে,
তোমার সংস্পর্শে পেয়েছি যে সাহস ভরসা শক্তি-
বিপদ আপদ যতই আসুক না পেয়ে যেতাম মুক্তি!
তোমার অবস্থানে লোক সমাজে ছিলাম বড়ই দামী-
বলতে তুমি যে আমিই তোদের করেছি সমাজে নামী,
বুঝি আজকে এ কথা বিষাদে বিরহে তোমার মুল্য-
কি আছে আর এ জগতে আত্মতুষ্টিতে তব সমতুল্য!
তোমার কথা ছিলো মধু মাখা এলাকার লোকে বলে-
দেখোছো সকলকে এক নজরে স্নেহ প্রীতির স্থলে,
যার কাছে করি জিজ্ঞাসা কেমন ছিলো বাবা আমার-
সত্যিকারের মানুষ ছিলে তুমি বলে সকলেই চমৎকার!
তুমি গড়েছো নিঃস্বার্থ ভাবে এলাকার কত প্রতিষ্ঠান-
আল্লাহর কাছে দোওয়া করি তুমি পাবে তার প্রতিদান,
তোমার আদর্শ নীতি নৈতিকতা লালনে চেষ্টা করি-
তোমার পদাঙ্ক অনুসরণ করে যেন দ্বীনি জীবন গড়ি।
তোমার রেখে যাওয়া সুনাম যেনো রাখতে পারি ধরে-
সুখে থেকো আব্বা তুমি নেক রহমতে ঐ মাটির কবরে,
করো রুহানী দোওয়া আমাদের সকলের নেকাত্মায়-
তোমার দোওয়ার ফজীলত বরকতে মাবুদের কৃপায়!
করি দোওয়া রোজ প্রতিদিন তোমার প্রানে দরুদ পাঠে-
কল্যাণে যেনো আবৃত থাকো পুলসিরাত-হাশরের মাঠে,
তোমার দোওয়া তোমার মোনাজাত রাখবে মোদের ঘিরে-
একটি ক্ষনও ভুলিনি আব্বা শুধু তোমারেই মনে পড়ে…
(তারিখঃ পাঁচ জুন ২০২৪ ঈশায়ী,দুপুরঃ ১২:৪৫__০১:১৫, নেংড়ী জামতলা, চাটমোহর, পাবনা।)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট