কলকাতা প্রতিনিধি-আসাদ আলী-দৈনিক খবর পদ্মা সেতুঃ
আজ ৭-৬-২০২৪ তারিখ শুক্রবার বিকেল ৪ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত কলকাতায় সেন্ট্রাল এ বিপ্লবী নলিনী গুহ সভা ঘরে প্রায় শতাধিক কবি সাহিত্যিক সাংবাদিক ও নৃত্যশিল্পী দের নিয়ে অসাধারণ দক্ষতায় সভা কে এগিয়ে নিয়ে যান সঞ্চালিকা সুজাতা ঘোষ । স্বাগত ভাষণ দেন বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী ভারতের সম্পাদক মাননীয় শ্রী সোমনাথ ঘোষ মহাশয় । তারপর বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ থেকে আগত দুই প্রতিনিধি আমাদের দুই বিশিষ্ট অতিথি মোঃ মনজুর হোসেন ঈশা, প্রকৌশলী এ কে জাহিদ মহাশয়, বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী ভারতের সভাপতি শ্রী কৌস্তভ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি কবি ও সাংবাদিক আসাদ আলী মহাশয়, দেবাশীষ ব্যানার্জি ও কবি মিলন ভৌমিককে মঞ্চে ডেকে নেয়া হয়। তারপর যাজ্ঞসেনী র নেতৃত্বে ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত একসাথে দাঁড়িয়ে শতাধিক জ্ঞানীগুণী শিল্পীগণ গাওয়া হয় । সভাপতি শ্রী কৌস্তভ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি আসাদ আলী, দুই অতিথি যথাক্রমে মোঃ মনজুর হোসেন ঈশা, ও প্রকৌশলী এ কে জাহিদ, দেবাশীষ ব্যানার্জি ও মিলন কুমার ভৌমিক মহাশয়। এঁদের ব্যাচ, উত্তরীয় ও মেডেল দিয়ে সম্বর্ধনা জানানো হয় । সহ-সভাপতি আসাদ আলী তাঁর কাব্যগ্রন্থ ‘শিকড় থেকে শিখরে’ উপহার হিসেবে সম্পাদক সোমনাথ ঘোষ, সভাপতি ও দুই অতিথি এবং প্রতিষ্ঠাতা সম্পাদক শেখ আজগর হোসেনের জন্য ও ঢাকার প্রথম সারির দৈনিক ‘স্বাধীন মত’ এর জন্য উপহার হিসেবে তুলে দেন দুই প্রতিনিধির হাতে । প্রতিমা সাহা দত্ত তিনি তাঁর জ্যাঠামশাই এর লেখা গ্রন্থ ও বাবার প্রকাশনী থেকে প্রকাশিত তুলে দেন দুই অতিথি সভাপতি ও সহ-সভাপতি থেকে সমাজ ধারার সম্পাদিকা তাঁর গ্রন্থ ও পত্রিকা তুলে দেন ওঁনাদের হাতে। দুই প্রতিনিধি সম্পাদক সোমনাথ ঘোষ ও সভাপতি শ্রী গৌতম মজুমদার মহাশয় কে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর ছবি লাগানো দুটি মেডেল দিয়ে সম্মান জানান সোমনাথ বাবুকে। ডাক টিকিট ও মুদ্রা উপহার দেন । মঞ্চে থাকা অন্যান্য জনকে বই ও কলম দিয়ে সম্মান জানান । বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী ভারতের অনুষ্ঠান এখানেই সমাপ্তি । পরে সমাজ ধারার অনুষ্ঠান শুরু হয় পরবর্তী অনুষ্ঠানে নৃত্য, গীত, কবিতা পাঠ ও বক্তব্য রাখা হয় । দেবব্রত সিংহ ও মানসী রায় চট্টোপাধ্যায় কে মেমেন্টো দিয়ে সম্মাননা জানান আগত দুই অতিথি,এবং ভারতীয় কমিটির পক্ষ থেকে সুজাতা ঘোষ। অসাধারণ বক্তব্য রাখেন দেবব্রত সিংহ এবং আমাদের দুই অতিথি সভাপতি ও সহ-সভাপতি। কবিতা পাঠ করেন মিলন কুমার ভৌমিক, ইকবাল দরগাই, আসাদ আলী প্রমুখ। অসাধারণ শ্রুতি নাটক টি মঞ্চস্থ করেন সমাজ ধারা র সম্পাদিকা সুজাতা ঘোষ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট