খবর পদ্মা সেতু ডেস্ক
রামগঞ্জ উপজেলার কাঞ্চন পুর ইউনিয়নের পশ্চিম বিঘা গ্রামের সালিমা বাড়ির বাসিন্দা খোরশেদ আলম কবিরাজের বিবাহিত কন্যা দুই সন্তানের জননী জোহরা তাজ আক্তার রত্না( ৩০) পরকীয়ার কারণে স্বামীর কাছে তালাক প্রাপ্ত হয়ে পরকীয়ার প্রেমিক তিন সন্তানের জনক মামাতো ভাই জাকির হোসেনের হাত ধরে নিরুদ্দেশ হয়েছেন। এ ঘটনা জানাজানি হলে তার পৈতৃক বাড়ি রামগঞ্জ সহ প্রাক্তন স্বামীর বাড়ি ফরিদগঞ্জ ও পরকীয়া প্রেমিক মামাতো ভাইয়ের বাড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ি সমালোচনার ঝড় উঠে।জানা গেছে অভিযুক্ত জোহরা তাজ আক্তার রত্নার পৈতৃক বাড়ি রামগঞ্জ উপজেলার কাঞ্চন পুর ইউনিয়নের পশ্চিম বিঘা গ্রামে। ২০ ১০ সালে
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজার
বিষুর বন্দ কাজি বাড়ির বাসিন্দা কাজি জাহাঙ্গীর আলমের ছেলে ওয়াদুদ কাজির সঙ্গে ইসলামিক শরিয়ত মতে পারিবারিক ভাবে বিবাহ হয়।
তাদের আব্দুল সামাদ ও আব্দুল হামিদ নামের দুটি ছেলে সন্তান আছে। ২০২২ সালে জোহরা তাজ আক্তার রত্না রামগঞ্জ উপজেলার পৈতৃক বাড়ি থেকে তার মাকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি মামাতো ভাইর বাসায় বেড়াতে আসেন। এর পর থেকে জোহরা তাজ আক্তার রত্না। খাগড়াছড়ি পার্বত্য জেলার ৩নং ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা আবুল বাশারের ছেলে তিন সন্তানের জনক মামাতো ভাইর সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়ে, পরে এঘটনা জানাজানি হলে স্বামী ওয়াদুদ কাজি গত বছর দুসন্তান রেখে তাকে তালাক দেয়। অপর দিকে
পরকীয়া প্রেমিক মামাতো ভাই জাকির হোসেন ২০১৫ সালে
খাগড়াছড়ি পার্বত্য জেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডের রুখাই চৌধুরী বাড়ির বাসিন্দা মরহুম আবুল বাশারের কন্যা আনোয়ারা বেগম ময়নার সঙ্গে ইসলামি শরিয়ত মতে পারিবারিক ভাবে বিয়ে হয়। এ সংসারে তাদের তিনটি সন্তান রয়েছে। এদিকে পরকীয়ার কারণে তালাক প্রাপ্ত
ফুফাতো বোনকে জাকির হোসেন গোপনে দশ লাখ টাকা দেন মহরের দুই লাখ টাকা উসুল ধার্য্য করে গত বছর ২০২৩ সালের
২০ মার্চ বিয়ে করে পরকীয়ার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এ ঘটনা জানাজানি হলে জাকির হোসেনের প্রথম স্ত্রী আনোয়ারা বেগম ময়নার আদালত মামলা করেন এবং স্হানীয় ভাবে শালিসি বৈঠক বসে।
চলতি বছর ২০২৪ সালের ২৪ মার্চ জাকির হোসেন দ্বিতীয় স্ত্রী জোহরা তাজ আক্তার রত্না কে বেপরোয়া ও মনগড়া চলাফেরা করায় সঠিক পথে ফিরে আনতে ব্যর্থ হয়ে স্হায়ী বনিবনা না হওয়ায় বৈবাহিক সম্পর্ক রেজিষ্টারি তালাকের মাধ্যমে সম্পাদন করেন।সম্প্রতি জাকির হোসেন তালাক দেয়া জোহরা তাজ আক্তার রত্না সঙ্গে ফের পরকীয়ায় আসক্ত হয়ে নিরুদ্দেশ রয়েছেন।
এ ঘটনায় জাকির হোসেনের প্রথম স্ত্রী আনোয়ার বেগম তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট