বেওয়ারিশ কুকুর দলের কামড়ে অতিষ্ঠ ডাংধরা ইউনিয়ন বাসী। দুই তিন দিনের ব্যবধানে ৮ জন মানুষকে কামড়িয়েছে বেওয়ারিশ কুকুর দল। জানা যায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসির আওতাধীন ডাংধরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েই চলেছে।
গত রবিবার ইউনিয়নের বাঘারচর সরকার পাড়া, বাহাজ পাড়া, নিমাইমারী, পাথরেরচর এলাকা গুলোতে মোঃ আনোয়ার হোসেনের মেয়ে সায়মা, সবুজ মিয়ার ছেলে মোস্তাকিম (৪), বানিজ মিয়ার পুত্র সোবাহান (৫০), খোকা মিয়ার মেয়ে মোছাঃ সাথী (১৮), বদিউজ্জামানের মেয়ে বুলবুলি (৭) ও সোমবার আমান আলীর মেয়ে ঝুমা এবং আনসার আলীর স্ত্রী শিরিনা (৪২) কে কামড়িয়েছে সংঘবদ্ধ কুকুরের দল।এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান তাঁর প্রতিনিধির মাধ্যমে কুকুরের কামড়ে আহতদের খোঁজ খবর নেন।বাঘারচর কলেজের প্রভাষক জাকিউল ইসলাম জানান- কুকুরের উপদ্রবের কারণে লোকজন ঘর হতে বের হচ্ছে না, ছোট ছোট ছেলে মেয়ে ও স্কুল কলেজের ছাত্র, ছাত্রীগণ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস দিয়েছেন।এখবর লেখা পর্যন্ত গ্রামবাসী একটি কুকুর মেরে ফেলতে সক্ষম হয়েছে।সরকারি ভাবে এলাকার সকল কুকুর গুলোকে জলাতঙ্ক রোগের টিকার মাধ্যমে জলাতঙ্ক রোগ মুক্ত করণের দাবী জানান এলাকারবাসী।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট