আবারো হিন্দু ম্যাডামের দ্বারা ইসলামের কুটুক্তি।
ভেড়ামারার গোলাপনগরে অবস্থিত দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে জয়ত্রী ম্যাডাম ক্লাসে ঢুকলে ছাত্রছাত্রীরা তাকে সালাম দেয়। সালামে ক্ষিপ্ত হয়ে জয়ত্রী ম্যাডাম রেগে গিয়ে বলে তোরা আমাকে সালাম না দিয়ে কুকুরকে সালাম দে। এতে ছাত্রছাত্রীরা সংগে সংগে প্রতিবাদ জানায়। খবরটি এলাকাবাসী জানতে পারলে এলাকাবাসী অভিযুক্ত ম্যাডামকে আইনের হাতে তুলে দিতে বিক্ষোভ করে।জানা যায়, ম্যাডাম আগে থেকেই স্কুল থেকে পালিয়ে যায়।সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত ম্যাডামের যথাযথ বিচারের দাবী জানাচ্ছি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট