পাবনায় ০৬ জন জুয়াড়ীকে গ্রেফতার করছে পুলিশ
পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের নির্দেশনায়
এস আই আব্দুর রউফ এএস আই আব্দুল্লাহ এএস আই মমিন সঙ্গীয় ফোর্সসহ।সাঁথিয়া থানাধীন গাগড়াখালী গ্রামস্হ জৈনক জাফর এর নেপিয়ার ঘাসের জমিতে লিচু গাছের নীচে মোবাইল ফোনের আলোতে তাস দিয়ে টাকা দ্বারা জুয়া খেলা অবস্হায় ১. মিজানুর রহমান মিজান (৩৫) পিতা- মৃত আতাউর ২. বাচ্চু মিয়া (৩৫) পিতা- শাহাদাত ৩. আনোয়ার (৩৫) পিতা- মৃত জনাব আলী ৪. কাজী লাল (৩০) পিতা- কাদের ৫. রতন (৩০) পিতা- মন্তাজ ৬. জাকির (৩৫) পিতা- মৃত সৈয়দ আলী সর্ব সাং- গাগড়াখালী থানা- সাঁথিয়া জেলা-পাবনাদের ০২ সেট তাস ও নগদ ৮,০৩০/= টাকাসহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে জুয়া মামলা রুজু প্রক্রিয়াধীন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট