গোপালগঞ্জে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত
শিশুসহ আরো দুইজন আহত হয়েছেন।
রোববার (২৮ আগস্ট) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরায় এ দুর্ঘটনা ঘটে।
বাসার মালামাল নিয়ে একটি পিকআপে করে আহতরা ঢাকা থেকে পিরোজপুরের জিয়ানগরে যাচ্ছিলেন। পিকআপটি মাজরা এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেক্সের বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক মারা যান। আহত হন শিশুসহ দুইজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট