বেগমগঞ্জে যুবতীকে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ।
নোয়াখালীর তাসলিমা আক্তার পূর্ণিমা(২০)নামে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবতীর। ঘটনাটি ঘটেছে, আলাইয়াপুর ইউনিয়নের ছোট সোনাইমুড়ী মুসলিম নাপিত বাড়িতে। অভিযেোগ সুএে জানাযায়, ২৩ জুলাই সকাল ৯টায় ধর্ষক আবদুল্যা ভিকটিম তাসলিমা আক্তার পূর্ণিমাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।, এ ঘটনা, এলাকার চেয়ারম্যান মেম্বার সহ একাধিকবার সালিশী বৈঠক হয়। শালিস বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে সাক্ষী প্রমাণে আবদুল্যা দোষী সাব্যস্ত হয়। এবং আবদুল্যা কে জুতার মালা পরাইবে বলিয়া অপমান করলে হার্ট এ্যাটাকে আবদুল্যার মৃত্যু হয়। আব্দুল্লাহর সহযোগী আসামিরা হলো ঃ কবির হোসেন (২২) মহিন ( ৩৫) সিরাজ (৬০) রোমানা আক্তার ( ২৬) ফারহানা আক্তার কাকলী ( ২০) সকল আসামী যোগসাজসে পূর্ণিমার পরিবারকে হুমকি দিচ্ছে থানা মামলা করলে বাড়িঘর জ্বালিয়ে দিবে।এলাকা থেকে উচ্ছেদ করে দিবে। আসামীরা যোগসাজশে উল্টো বাদীর পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা নং ৪৪০/২০২২ দায়ের করে। এ ব্যাপারে ভিকটিম পূর্ণিমার মা রহিমা বেগমগন্জ মডেল থানা অভিযেোগ দায়ের করেছেন ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট