ইউএনও কোটালীপাড়া জনাব ফেরদৌস ওয়াহিদ স্যারের কঠোর নির্দেশনা অনুযায়ী৷ অবৈধ চায়না জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ কমান্ডার জনাব ফায়েক উজ্জামানের নেতৃত্বে আরো অনেক গ্রাম পুলিশ দ্বারা হিরন ইউনিয়নের আশুতিয়া ও পোলশাইর বিল থেকে ১৯ পিছ চায়না জাল অভিযান চালিয়ে উদ্ধার করেন এবং উপজেলা পরিষদের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। উক্ত জালের আনুমানিক মূল্য ৮০০০০ টাকার মতো। এসময়ে মৎস্য অফিসার কোটালীপাড়া জনাব মোঃ ইমরুল কায়েস স্যার উপস্থিত ছিলেন।
এ অভিযান প্রতিটা ইউনিয়নে পর্যায়ক্রমে চলমান থাকবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট