বিশিষ্ট সংগীতশিল্পী, শহীদ মুক্তিযোদ্ধা, সুরকার ও ভাষাসৈনিক শহীদ আলতাফ মাহমুদ একটি বিমূর্ত নাম। একাত্তরে মহান মুক্তিযুদ্ধকালে তিনি দেশাত্মবোধক গান রচনা ও পরিবেশনা করে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী জনগণকে গভীরভাবে দেশপ্রেমে-মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চ লাইট শুরু হলে আলতাফ মাহমুদ ঢাকায় থেকে যান। তিনি ২নং সেক্টরের ‘ক্র্যাক প্লাটুন’-এর সদস্য ছিলেন। এপ্রিলের শেষে প্রচুর গণসংগীত রচনা, সুরারোপ ও কণ্ঠ রেকর্ড করে স্বাধীনবাংলা বেতারকেন্দ্রে পাঠাতে শুরু করেন। এই সময় রাজারবাগের বাসায় তিনি মুক্তিযোদ্ধাদের গোলা-বারুদ ও অস্ত্র লুকিয়ে রাখতেন।
১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা ঢাকার বাসা থেকে তাকে ধরে নিয়ে যায়। ধারণা করা হয়, পূর্ব সংবাদের সূত্র ধরে তাকে নিয়ে যাওয়া হয়। অমানুষিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়। কিন্তু তার মরদেহের সন্ধান আজও পাওয়া যায়নি।
আলতাফ মাহমুদ ১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর বরিশালের মুলাদী উপজেলার পাতারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম এ এন এম আলতাফ আলী। বিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি গান গাইতে শুরু করেন। পরে তিনি কলকাতার আর্ট স্কুলে ছবি আঁকা শেখেন।
১৯৫০ সালে তিনি ধূমকেতু শিল্পী সংঘে যোগ দেন। ভাষা আন্দোলনকালে তিনি গণজাগরণমূলক অসংখ্য গণসংগীত পরিবেশন করেন।
১৯৫৫ সালে তিনি ‘ভিয়েনা শান্তি সম্মেলনে’ যোগ দিতে আমন্ত্রণ পান। কিন্তু পাকিস্তান সরকার প্রতিহিংসা পরায়ন হয়ে তার পাসপোর্ট বাজেয়াপ্ত ঘোষণা করায় তিনি সম্মেলনে যোগ দিতে পারেননি। তিনি ঢাকায় না ফিরে করাচিতেই থেকে যান।
১৯৫৬ সালে আলতাফ মাহমুদ করাচি বেতারে প্রথম সংগীত পরিবেশন করেন। ১৯৬৩ সাল পর্যন্ত আলতাফ মাহমুদ করাচিতেই অবস্থান করেন এবং ওস্তাাদ আবদুল কাদের খাঁর কাছে উচ্চাঙ্গসংগীতে তালিম নেন। তিনি সংগীত পরিচালক দেবু ভট্টাচার্যের সঙ্গে কাজ করেন এবং ঢাকায় ফিরে ১৯৬৫ সালে তিনি চলচ্চিত্রে সংগীত পরিচালনা শুরু করেন।
সংস্কৃতিচর্চা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৭৭ সালে তিনি মরণোত্তর ‘একুশে পদক’-এ ভূষিত হন।
ভাষাশহীদদের নিয়ে আবদুল গাফ্ফার চৌধুরী রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি তারই সুরারোপে অমর হয়ে ওঠে।
শহীদ আলতাফ মাহমুদ এর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাগফিরাত কামনা করছি!
🥢এস এম মনিরুজ্জামান আকাশ
কবি-কলামিস্ট ও সাংবাদিক,
চলনবিল,পাবনা।
kdaakash2024pabna@gmail.com
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট