খবর পদ্মা সেতু ডেস্ক
এক বা দুবার নয় মহিলাকে টানা ৯২ বার ধর্ষণ। অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে। অভিযোগ উঠেছে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে ধর্ষণ করত স্বামী। তবে জানা গিয়েছে, শুধু স্বামী নয় এই ধর্ষণকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। আর তাদেরকে স্বামী বাড়িতে ডেকে স্ত্রীকে ধর্ষণ করত
৭১ বছর বয়সী ডমিনিক পেলিকোট নামের এক ব্যক্তি স্ত্রী গিসেলের খাবারের মধ্যে মিশিয়ে দিতেন ঘুমের ওষুধ। এরপরেই অনলাইন চ্যাটরুম থেকে স্ত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের জন্য বেশ কয়েকজন পুরুষকে ডমিনিক নিয়োগ করতেন। পুলিশ সূত্রে খবর, গিসেলকে কমপক্ষে ৯২ বার ধর্ষণ করা হয়েছে। আর এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে প্রায় ৫০ জন ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, এই ধর্ষণকাণ্ড শুরু হয়েছিল ২০১১ সাল থেকে। ডমিনিক অপরিচিতদের বাড়িতে ডেকে স্ত্রীর ওপর ধর্ষণ চালাত। অভিযুক্ত ধর্ষকদের বেশিরভাগের বয়স ২৬ থেকে ৭৪ বছরের মধ্যে ছিল। প্রসিকিউটররা দাবি করেছেন, কোন ব্যক্তি একবার বা ছয়বার ধর্ষণ করেছে গিসেলকে।
এই ধর্ষণের ঘটনা ছড়িয়ে পড়তেই ২০২০ সালে ডোমিনিকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয় তদন্ত। আর সেই তদন্তে উঠে এসেছে একের পর এক তথ্য। আর তখনই সামনে আসে স্ত্রীকে ৯২ বার ধর্ষণ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনার জন্য ডোমিনিক এবং অন্য ৫০ জন আসামির ২০ বছরের কারাদণ্ড দিতে পারে ফ্রান্স আদালত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট