খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: রিশাদ হোসেন
বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দিনাজপুরের খানসামা উপজেলার মেধাবী শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ।
ফাহিম আহমেদ পলাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪৯ ব্যাচের ছাত্র ছিলেন(২০১৮-১৯)।এ ছাড়া ও দিনাজপুর জেলা ছাত্রবন্ধন কমিটির বর্তমান সভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
ফাহিম গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে ঢাকা সিএমএইচে শেষনিঃশ্বাস ত্যাগ করে।
আজকে সকাল সাড়ে দশটার দিকে খানসামার উপজেলার ভাবকি ইসলামিয়া মাদ্রাসা মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয় ।
ফাহিম আহমেদ পলাশের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা ও জেলা প্রশাসন।
বন্যার্তদের জন্য দুই দিন ধরে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। ২৭ আগস্ট সোমবার দিবাগত রাত ৩টার দিকে ট্রাকে নোয়াখালীর সেনবাগের উদ্দেশে ত্রাণ নিয়ে রওনা দেন বিভাগের শিক্ষার্থীরা।
পথে মিরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ পৌঁছালে চালকের অসাবধানতায় সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সামনের আসনে থাকা দুজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
ফাহিমকে হারিয়ে তার পরিবার,বন্ধুমহল থেকে শুরু করে এলাকাবাসির মাঝে নেমেছে শোকের ছায়া ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট