(এস এম মনিরুজ্জামান আকাশঃ স্টাফ-রিপোর্টার)
পাবনার জেলার চাটমোহর উপজেলায় সমবেত কন্ঠে গাওয়া হলো জাতীয় সংগীত। শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৪) সকাল দশ ঘটিকায় পৌর সদরের ব্যাংক পাড়ায় (স্টার মোড়, নারিকেলপাড়া) ছাত্র জনতা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সমবেত কন্ঠে উচ্চারিত হয় ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।
জাতীয় পতাকা বুকে,মাথায় বেঁধে হাজির হয় শিশু থেকে বৃদ্ধরা। বাঁশি,হারমোনিয়াম,গিটার,
ডুগি-তবলায় তালে ভাদ্রের তপ্ত রোদ উপেক্ষা করে সকল শ্রেণী-পেশার লোকেদের সমবেত কন্ঠে গাওয়া হলো কোটি বাঙ্গালীর প্রাণের সঙ্গীত ও বাঙ্গালীর জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি’।
চাটমোহরের শিল্পী, কবি,সাহিত্যিক, আইনজীবী, সাংবাদিক,সাংস্কৃতিককর্মী, নাট্যজন,অভিনেতা, উন্নয়নকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা,সুশীল সমাজের নেতৃবৃন্দ,পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ স্ব-প্রণোদিত হয়ে কন্ঠে কন্ঠ মিলিয়ে এক সাথে গায় জাতীয় সংগীত। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, নাট্যকার আসাদুজ্জামান দুলাল, সজল বিশ্বাস, সমাজ সেবক আলমগীর মোহাম্মদ, গৌতম কুন্ড
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট