✒️এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা।
(সুত্রঃ ডাঃ মৌলী আখন্দ (কবি ও চিকিৎসক)
ঢাকা-কে নিরন্তর শ্রদ্ধায় উৎসর্গীত)
আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকতে চাই-
যদি তোমার ঐ হৃদয় মন থেকে অনুমতি পাই সহসাই,
আমি তোমায় গান শোনাবো, তোমায় নিয়ে কবিতা লিখে-
তোমার মনে সজীবতা জাগাবো হাসি ফুটাবো তোমার মুখে!
তোমায় নিয়ে বসবো আমি দিতে আড্ডা সাহিত্য আসরে-
তোমায় আমি স্বপ্নে দেখাবো মানুষ বাঁচে সুখের ঐ বাসরে,
তোমার ঠোঁটে মুচকি হাসি থাকবে লেগে রোজ সারাক্ষণ-
তোমার পাশে বসবে যারা ভালোবেসে হবে তোমার আপন।
তোমায় পরশ, তোমার ছোঁযায় আলোকিত হবে চতুর্দিক-
তোমার কথায়, তোমার ব্যথায় হবে ব্যাথিত শত প্রেমিক,
তোমার ভাবনায় ভাবনার আকাশ জ্বলবে যে মিটি মিটি-
তোমায় নিয়ে লিখবে কবিতা কাব্যপ্রেমে কবি পরিপাটি!
তোমায় বুকে না পাওয়া শুণ্যতা কুঁড়ে কুঁড়ে খাবে আমায়-
তোমায় নিয়ে লিখে যাবে না পাওয়া মন নির্মোহ ভাবনায়,
তোমায় আমি সাজিয়ে দেবো রঙ্গিন জীবন রঙ্গিন সাজে-
তোমায় নিয়ে চলবে আলাপ চারিতা সকল কাজের মাঝে।
তোমায় পাওয়ায় ধন্য হবে যে মন পরম আরাধ্য ভাবনায়-
তোমায় নিয়ে আশা-আকাঙ্খা হবে পূরণ যদি এ মন পায় তোমায়,
তোমায় পেলে মন বলবে যে অনুচ্চারিত কথা প্রাণ খুলে-
তোমায় নিয়ে ভাবনার প্রতিচ্ছবি ফিরে পাবে রুপ অনুকুলে!
তোমায় নিয়ে যত আশা যত ভালোবাসা হবে পূর্ণ কানায় কানায়-
তোমায় নিয়ে উড়বে এ মন স্বপ্নের আকাশে স্বপ্ন ডানায়,
তোমায় পীড়া দেয় নিঃসঙ্গতায় তোনার মন নিঃস্ব ভাবনায়-
আমি আছি থাকবো চেয়ে তোমার ঐ নির্বাক চোখের মায়ায়……
(তারিখঃ সাত সেপ্টেম্বর ২০২৪ ঈশায়ী, শনিবার, দুপরঃ ০২:২৫__০৩:০০, মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরী, হালিমপুর হিড়িন্দা বাজার, চাটমোহর, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট