এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
চিত্ত যেথা আজ ভয় শুণ্য,ওগো উচ্চ সেথায় এ শির-
সমস্বরে বলো সবে বুকে হাত রেখে নারায়ে তাকবীর,
চেতনায় আমার মুজিব আদর্শ হৃদয় মোর মহাসিন্ধু-
বজ্রকন্ঠে আওয়াজ তুলি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!
রাজপথে চলি যে আমি জাতীয়তাবাদ লালন করি-
মিছিলে গিয়ে স্লোগান দেই গড়ো রে গড়ো দেশ গড়ি,
নারায়ে তাকবীর আল্লাহ আকবার দৃঢ় কন্ঠে বারবার-
এগিয়ে যেতে সাহস জোগায় দায়ী চেতনায় ক্ষুরধার!
বাংলাদেশ চিরজীবী হোক এই মূলমন্ত্র জঁপে অন্তরে-
অধিকার আদায়ের সংগ্রামে সর্বদা গেছি লড়াই করে,
শহীদ জিয়া অমর হোক ও খালেদা জিয়া জিন্দাবাদ-
এই স্লোগানও জাগিয়েছে বাঙ্গালি মনে প্রীতি আহ্লাধ!
বাংলাদেশ জিন্দাবাদ এইচ এম এরশাদ জিন্দাবাদ-
কিছু কিছু মানুষেরও রয়েছে এ স্লোগানে মায়া নিখাঁদ,
দুনিয়ার মজদুর এক হও এক হও এই কথাও বলে-
কিছু দল একসাথে যাচ্ছে রাজপথে আওয়াজ তুলে।
রাজপথেের দাবী নেতা নয়, নীতির পরিবর্তন চাই-
এ কথার উপর আমল ধারী মানুষও আছেন ভাই,
এগিয়ে যাক বাংলাদেশ এই স্লোগানও আছে জানি-
আমরাতো নিজেদেরকে চিনিনা, আবার নাহি মানি।
সকলেই সোচ্চার, দিতে অধিকার আমরা কেবল বোকা-
করি বিশ্বাস ফেলি দীর্ঘশ্বাস ধরা খেয়ে পাই শুধুই ধোঁকা,
সকলেই বলে গনতন্ত্র চর্চা করি,আমরা আছি সঠিক পথে-
বুঝি বিক্রি হয়ে গেছি আমরা নীতি বিচ্যুতি’র সাথে সাথে…..
(তারিখঃ নয় সেপ্টেম্বর ২০২৪ ঈশায়ী, সোমবার,
রাতঃ ০১:০০___০১:৪৫, মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,
চলনবিল, পাবনা-৬৬১০)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট