কবি আফসার উদ্দীন
কি জানি কেমন হৃদয় আমার,
প্রান্তরের ঘাসে শুয়ে থাকে জোস্নার নীরব রাত্রে
আকাশের নীল ঝরে পড়ে বুকের ওপরে
যেন কার চুম্বনের মতো ।
রুপাসী নক্ষত্র বধূ ফিস ফিস কথা কয়ে যায়
জোস্নার জলের সাথে ।
স্বপ্নে দেখে অতীতের ইতিহাস,
সুলতানা রিজিয়ার রাজকীয় মুখ, হীরার কেয়ূর
গোলাপী গন্ডের রৌদ্র-সিক্ত ঘাম।
ছুটস্ত ঘোড়ায় চড়া আইবকী পাগড়ীর জমিদার
চাকচিক্য, বিচ্ছুরিত ফেনা,
স্বপ্নে দেখি শেখ ফরিদের নূরানী তসবি,
বল বনী তলোয়ার বৈদ্যুতিক জৌলুসে ভাষন ।
সুলতান মাশায়েখ চলে যায় আতরের ঘ্রান
ঢেলে রাজপথে রত্তশনী ফেরেশতা ।
স্বপ্নে দেখে আমার হৃদয়,
স্বপ্নে দে’খে বতুতার মোলায়েম হলুদ শরীর ।
কি জানি কেমন হৃদয় আমার,
শুয়ে থাকি মাঠের সবুজে ধ্যানমগ্ন,
স্বপ্ন দে’খে পৃথিবীর সুন্দরের ।
(আমলসার, শ্রীপুর, মাগুড়া)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট