খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:রিশাদ হোসেন
খানসামা উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন খানসামা রক্ত দান গ্রুপ। একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।২০২০ সালে স্থাপিত হওয়ার পর থেকে সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, ফ্রি রক্ত পরীক্ষা,বৃক্ষরোপণ,ঈদ উপহার সামগ্রী বিতরণ সহ নানা ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ।
গতকাল ৯ সেপ্টেম্বর,সোমবার, বিকেলে ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে খানসামা রক্ত দান গ্রুপের টি-শার্ট বিতরণ,কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা:নুর ফারিহা আইরিন(মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাকেরহাট,খানসামা,দিনাজপুর।)
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; জনাব:তজিমুল ইসলাম(সমাজ সেবা অফিসার,খানসামা, দিনাজপুর)
উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জনাব: আব্দুর রহমান লিটন(উপদেষ্টা-খানসামা রক্ত দান গ্রুপ, শিক্ষক,খানসামা ফাযিল মাদ্রাসা)
উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা,পরিচালক, নতুন-পুরোনো সদস্যবৃন্দ সহ আমন্ত্রিত স্বেচ্ছাসেবকগণ ।
এ সময় সংগঠনের কার্যক্রম চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা থেকে শুরু করে নতুন স্বেচ্ছাসেবীদের সকলকে রক্তদানের আগ্রহ বাড়ানো সহ মানবিক সাহায্য সহযোগিতার বিষয় আলোচনা উপস্থাপন করেন উক্ত সংগঠনের পরিচালকগণ এবং সদস্যবৃন্দ।
ইহা ছাড়াও উপস্থিত সকলের উদ্দেশে রক্তদান,রক্তদাতার রক্তদানের পর করণীয় কি কি সহ সকলের রক্ত দান সংক্রান্ত বেশ কিছু সমস্যার সমাধান ও প্রতিকার বিষয় বক্তব্য রাখেন ডা: নুর ফারিহা আইরিন(মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাকের হাট,খানসামা,দিনাজপুর।)
সকল রক্তদাতা স্বেচ্ছাসেবীদের আগ্রহ ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এবং রক্তদানের সময় নানা ধরনের জটিলতার সৃষ্টি নিরসনে প্রশাসনিক সাহায্য সহযোগিতার আশ্বাস দেন জনাব:তজিমুল ইসলাম(সমাজ সেবা অফিসার,খানসামা, দিনাজপুর)
অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে ২৪ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, টি-শার্ট বিতরণ ও বৃক্ষ রোপন কার্যক্রমে মাধ্যমে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট