🥢এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
শৈশব কৈশোর কেটে গেছে,কেটেছে উঠানের মাটি-
ছিলাম আমরা সকলে মিলে মিশে একত্রে পরিপাটি,
লেখাপড়া খেলাধুলায় ছিলো সম্প্রীতি মনোনিবেশ-
হারিয়ে গেছে যে তা মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ।
রাজনৈতিক অস্থিরতায় আত্মীয়তা গেছি ভুলে-
কেনো এমন হলো আজ তার কারন খুঁজি মূলে,
আগে সকলেই সকলের ছিলো পতিত বিপদে-
এখন পাওয়া যায়না কাউকে ডেকেও আপদে!
আগেও ছিলো রাজনীতি চর্চা, ছিলো যে আত্মীয়তা-
এখন আর কেউ ভাবেনা কার সাথে আছে সম্পৃক্ততা,
ভাবতাম যাদেরকে কাছের আত্মীয় বা নিজের স্বজন-
সে বা তারা আজ আর কেউ কাউকে ভাবেনা আপন!
আগে যাদের আত্মীয় ছিলাম!করতে গিয়ে রাজনীতি
এখন আর তারা কেউ নেই আপন ভেঙ্গেছে সম্প্রীতি,
আগের দিনের রাজনীতির পথ ছিলো সরল সোজা-
এখন আর সেই পথে চলেনা রাজনীতির রাজা-প্রজা!
রাজনীতিতে মুক্ত বাতাস ছিলো বিংশ শতাব্দীতে-
ছিলোযে সম্প্রীতি সমঝোতা সহমর্মিতায় হৃদ প্রীতে,
একবিংশ শতাব্দীর প্রারম্ভে সে বাতাস হয়েছে ভারী-
রাজনীতি গেছে পথ ভুলে,শুভ্র সম্প্রীতি বিচ্ছিন্ন করি।
মাঝপথে সংস্কার ঘটে, হয়নি যদি রাজনীতি মুক্ত-
সামান্য ক’বছর চলেছে ভালো পরেযে হতাশা যুক্ত,
রাজনীতি যে জীবন ধারায় পায়নি পথ পায়নি দাম-
হয়নি মুক্ত রাজনীতি চর্চায় জনকল্যাণে সংগ্রাম!
দায়বদ্ধতা জবাবদিহিতা ছিলোনা রাজনীতির মাঠে-
তাইতো দেখেছি পাটনিও ছিলো রোজ রাজার পাঠে,
বেলা শেষে অংক কষে বুঝতে পেরে রাজনীতি খুঁজি-
আগে অনেক ভালো ছিলাম আজকে এই কথা বুঝি……
(তারিখঃ ০৯ সেপ্টেম্বর ২০২৪ ঈশায়ী,
রাতঃ ১০:৩০___১১:০৫, মহকক,চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট