বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম লালমনিরহাট পৌরসভা পরিদর্শন শেষে বৃক্ষ রোপন করলেন।
বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম লালমনিরহাট পৌরসভা কার্যালয় পরিদর্শন করলেন আজ।পৌর পরিষদের কর্মসূচীর অংশ হিসেবে ঠাকুরের মাল্লিতে এসময় বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বুধবার(৩১আগষ্ট)বিকেল ৫টায় লালমনিরহাট পৌর সভা পরিদর্শনে আসেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম,এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর,লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন,লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা মাসুম,৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা,২নং ওয়ার্ড কাউন্সিলর রাসেদুল হাসান রাশেদ,৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আউয়াল,মহিলা কাউন্সিলর সুজাতা বেগম এসময় উপস্থিত ছিলেন।বিভাগীয় কমিশনার পৌর সভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের খোঁজ খবর নেন এবং সন্তুষ্টি পোষন করেন।
পৌর কার্যালয় পরিদর্শন শেষে লালমনিরহাট পৌর এলাকার ০৯নং ওয়ার্ড ঠাকুরের মাল্লি সড়কটি পরিদর্শন করেন।সড়কের সৌন্দর্য্য বর্ধন সহ বৃক্ষ রোপন কর্মসূচী শুভ উদ্বোধন করেন এসময় বিভাগীয় কমিশনার।জেলা প্রশাসক,পৌর মেয়র,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।লালমনিরহাট জেলা ও সদর উপজেলা রোভার স্কাউট বিভাগীয় কমিশনার কে ফুল দিয়ে স্বাগত জানায়।রংপুর বিভাগীয় কমিশনার সাবেরুল ইসলাম এসময় লালমনিরহাট জেলার উন্নয়নে উপস্থিত সকলের সামনে খোলামেলা আলোচনা করেন।তিনি বলেন এ জেলায় তিস্তা ব্যারেজ,চা বাগান,তিস্তা নদী,আঙ্গোরপোতা দহগ্রামের মত আন্তর্জাতিক সীমান্ত করিডোর থাকায় পর্যটন শিল্প বিকাশে সম্ভবনা রয়েছে।লালমনিরহাট এক সময় মঙ্গা পীড়িত ছিল প্রধানমন্ত্রীর দুরদৃষ্টতায় সেটা থেকে মুক্ত হয়েছে এই অঞ্চলের মানুষ।বেসরকারি ভাবে এখানে বিনিয়োগ বাড়াতে হবে, ব্যাবসায়ীদের এগিয়ে আসতে হবে।লালমনিরহাট মুক্তিযুদ্ধকালীন ০৬নং সেক্টরের হেড কোয়ার্টার ছিল,সেই ইতিহাস ঐতিহ্যেকে ধরে রাখতে স্বাধীন উপতক্যা নামে এখানে একটি যাদুঘর স্থাপন করার পরামর্শ দেন।উপস্থিত রোভার স্কাউট সদস্যদের সহযোগিতায় ০৯নং ওয়ার্ড কাউন্সিলর এর তত্ত্বাবধানে, বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক,মেয়র,উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ কাউন্সিলর গন ঠাকুরের মাল্লি সড়কের দুপাশে বৃক্ষ রোপনের শুভ সূচনা করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট