গোপালগঞ্জের মুকসুদপুরে এক কিশোরের গলাকাটা মরাদেহ উদ্ধার।গোপালগঞ্জের মুকসুদপুর থেকে তামিম মোল্লা (১৫) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর গলাকাটা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রামের একটি কলাবাগান থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।নিহত তামিম মোল্লা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রামের ইকরাম মোল্লার ছেলে। সে লোহাইড় দারুল উলুম ফাজিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ত।
তামিমের পরিবারের সদস্যরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় তামিম। এরপর আর বাড়ি ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে সকালে বাড়ির পাশের একটি কলা বাগানে তামিমের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় লোকজন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ওসি আরও বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সে নিয়মিত মাদ্রাসায় যেত না। সাংসারিক কাজে সহায়তা করত। গতকাল সন্ধ্যার পরে তার মুঠোফোনে একটা কল আসে। তারপর সে বাড়িতে থেকে বের হয়। লাশের গলার আঘাতের দাগ ও চোখে জখম আছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট