উজিরপুরে ডিবি’র জালে দুই মাদক ব্যবসায়ী জাকির ও হাফিজুল আটক ।বরিশাল জেলার উজিরপুর উপজেলা হারতা বাজার থেকে ২.কেজি ৩০০ গ্রাম গাজাঁ সহ আটক ২ জন।৩১ আগস্ট বুধবার আনুমানিক দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল ডিবি’র অভিযানে এই শীর্ষ দুই মাদক ব্যবসীদের আটক করা হয়েছে। বরিশাল ডিবি’র চৌকস টিমের এস আই সঞ্জিব জোমাদ্দার ও এ এস আই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মোঃ হান্নান,মোঃ কাওছার, মোঃ রিয়াজ ও কামাল হোসেন এ অভিযান পরিচালনা করে উজিরপুর হারতা গ্রামের মোঃ জাকির বালী(৩৮) ও বানারীপাড়া থানার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের হাফিজুল(৩০) কে আটক করা হয়।
ওইদিন সন্ধ্যায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করে উজিরপুর থানায় আসামীদের হস্তান্তর করে। ১ সেপ্টেম্বর সকালে বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট