এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর, পাবনা।
(সুত্রঃ বন্ধুবরেষু মোঃ রবিউল আলম
প্রভাষক-
শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ,
হোসেন নগর,বেলাব,নরসিংদী-কে উৎসর্গীত)
নিমগ্নে খুঁজিতেছি যদি পাই খোঁজ
আর রবোনা দুরে করবো প্রপোজ
হবো তার বাহু বন্দিনী ভালোবেসে-
দেবে দুর করে যাতনা মুঁচকি হেসে!
চিত্তের অতলে লুকিয়ে রাখবো তাঁকে-
কাউকে বলবোনা তার কথা এ মুখে,
চোখে হারাবোনা তাঁকে লোকের ভীরে-
প্রকাশ্যে বাসবো ভালো হৃদয় গভীরে।
নয়তো প্রেম লোক চক্ষুর অন্তরালে-
যদি থাকে পবিত্রতায় লেখা এ কপালে
নয়তো চাওয়া বাস্তবতা বিরোধী পথে –
পবিত্র প্রেম থাকে জীবন্ত প্রনয় প্রীতে!
খুঁজে ফিরি বিষন্ন যাত্রাপথে তোমায়-
পেতে মুগ্ধতা জড়ানো অপলক দৃষ্টি,
শুনতে কাঙ্খিত ভালোবাসোর কথায়-
তোমার অমলিন বদন যে দেখতে মিষ্টি!
তোমা হবোই আশায় বেঁধেছি এ বুক-
তুমি যাচিত প্রতীক্ষার আকাঙ্খিত সুখ,
হয়তো পাবোই তোমাকে আত্মবিশ্বাসে
আসবে তুমি এবুকে বিশ্বাসে-নিঃশ্বাসে!
উন্মাদনায় আগুন ঢেলে চাই তোমাকে-
তুমি মাখোনি বিষাদের বিষ চোখে-মুখে,
ভাবি ব্যর্থতার দেয়ালে বন্দী আছো বুঝি-
দিতে মুক্তি নিমগ্ন চিত্তে তোমায় খুঁজি…
(তারিখঃ ষোল সেপ্টেম্বর ২০২৪ ঈশায়ী,
রোজঃ সোমবার, রাতঃ ১১:৩০__১২:০০,
মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট