কলমে-কাশফিয়া ইসলাম
তারিখ-২১/০৯/২০২৪ খ্রিঃ
এতো ত্যাগে, শ্রমে, ঘামে, আত্নার বলিদানে,
এই রাজপথ রাঙ্গানো রক্তে ঝরানো বানে,
অর্জিত তোমাদের এটা’ইকি স্বাধীন রূপ।
সমাদর করে ভোজন সেরে,দরজা বন্ধ ঘরে,
প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে মারছো তারে।
এমন দৃশ্যে জাতির বিবেক কেমনে থাকে চুপ।
বলো আজ এটা’ইকি মেধাবীর মেধার পরিচয়,
এতো স্বধনায় অর্জিত তব এটাই স্বাধীন দেশ?
সমাজের নিগৃহীতরা আজ কোথায় দাড়াবে বলো?
ভরসা ছিলো যাদের উপড়ে সকল ভরসাই শেষ।
মানুষ রূপী অমানুষরা যখন দেশ শাসনে যায়,
মানুষরা তখন বোধ হারিয়ে হয় যে নিরোপায়।
এমনিকরে যখনই মানুষের বিবেক পায়গো লয়,
যোগে যোগে তাই ডিবি হারুনের জন্ম নিতে হয়।
হারুন নেই তাই বিচারের বানী হারিয়েছে তার দিশে,
জাতীর বিবেকও ধুলোচাপা পরে পদতলে সবে পিষে।
এমন’ইকি স্বাধীন দেশ চেয়েছি, রক্ত দিয়েছি তাই?
তবে ভালই ছিলাম পরাধীন থেকে যদিও নিরূপায়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট