কলমে–এস,এম, মনি সরকার
তারিখ –২১/০৯/২৪ ইং
প্রেমিক আমি পড়েছি প্রেমে
কবিতা সাহিত্যের সনে,
সর্বক্ষণ ভাবি প্রতিদিন লিখি
নিশিরাতে পড়ে মনে।
চর্চা করে আবিষ্কার করি
নতুন নতুন ছন্দ,
এক একটা ছন্দ থেকে কবিতা
হয়না তবুও মন্দ।
ধ্যান সাধনায় মগ্ন থেকে
লিখি প্রেম বিরহের কথা,
সাহিত্যে অঙ্গনে আবির্ভাব হয়ে
পাই মানুষের ভালোবাসা।
লেখকদের কলম সবসময়
সত্যের পক্ষে চলে,
কবিতার মাঝে প্রতিবাদের
কতো কথা বলে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট