এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা।
সুত্রঃ যার নাম রেখেছি অনন্যা! সেই প্রিয়দর্শিনী
হৃদয়বতীর সুকোমল হৃদয় ছুঁতে উৎসর্গীত)
লাজুক আমি লোকে বলে সহসাই-
খুঁজে বেড়াই ভালোবাসা বিলাতে চাই,
তিল-তিল করে ধারন করেছি হৃদয় গহীনে-
সঁপে দিতে আকাংখা ছিল তপ্ত যৌবনে।
স্বপ্ন বাঁচায় জীবন; আশা পথ গড়ে-
ভালোবাসা এগিয়ে যায় জীবনের পথ ধরে,
স্বপ্ন-আশা ভালোবাসা পূর্ণতা আনে জীবনে-
যদি পায় প্রেমিক কাঙ্খিত ভালোবাসা ভূবনে…
ভালোবাসা খুঁজে পায় যদি ভালোবাসা-
মেটে তবেই হৃদয়ের পরম পিয়াসা,
পাওয়ার মাঝেই না পাওয়ার আকাংখায়-
কাল-কালান্তরে প্রেমিক ভালোবাসাই চায়!
বাসতে ভালো খুঁজে ফিরেছি তোমায়-
যদি তুমি সাড়া দাওগো বন্ধু ভালোবাসায়,
যদি ভালোবাসো ভালোবাসা পাবে বিনিময়ে-
ভালোবাসার রুপ-ভাষা প্রকাশ ও পরিনয়ে….
তোমাকে ভালোবাসি তবুও বলিনি এ কথা-
যদি না ভালোবাসো তুমি…পাবো মনে ব্যথা,
ভালোবাসি তব; তোমাকে বলার ছিল ভালোবাসি,
আছো আজো স্বপ্ন-সাধনায় অস্তিত্বে দিবা-নিশি…
(তারিখঃ২৬ শে ফেব্রুয়ারী ২০১৭ ঈশায়ী,
মহকক,চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট