( মাত্রাবৃত্তঃ ৬+৬/৬+২)
——————
ফিরোজা_বিউটি
সহঃঅধ্যাপক,
তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ, সিরাজগঞ্জ।
শরতের আজ মেঘলা আকাশ
তাহার পিছনে রবি,
নদীর ওপারে গ্রামগুলি সব
দেখিতে যেমন ছবি।
নদীর পানিতে বহিছে পবন
ঊর্মি করিছে খেলা,
মেঘগুলি সব দূর অজানায়
চলিছে পবন ভেলা।
পান্থ পাখির সুর কলরব
বাসায় ডেকেছে ছানা,
সাঁঝের আঁধার বেলা ডুবে যায়
পেটে নাই কোন দানা।
জলের অদুরে কাশফুলে বন
ধবল রঙেতে মেলা,
বিদায় আদরে দিন সমাপন
এখন ডুবিবে বেলা।
চাঁদ বুঝি আজ পাবেনা কিরণ
আঁধার হইবে রাতি,
নিশাচর তাই আপনে মগন
খেলাতে রহিবে মাতি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট