এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর পাবনা।
মিষ্টি কথা ও মিষ্টি হাসির-
মানে কিন্তু ভালোবাসা নয়,
ভালোবাসা সেতো জীবনকে-
করে বর্ণিল বাস্তব রঙ্গিন স্বপ্নময়,
অর্থে-স্বার্থে পরশ্রীকাতরতা-
উদাসীনতায় ভালোবাসা যায়না দুরে,
ভালোবাসা সেতো জীবনকে করে-
মহৎ ত্যাগী উদার করে আপনারে।
ভালোবাসা নয়তো আপনার মুখে-
উচ্ছাসিত-উদ্ভাসিত হাসির ছটা,
সেতো ভালোবাসা যা প্রকৃত ভালোবাসা-
নির্বাকের চোখে-মুখে হাসি ফোটা…
ভালোবাসা মানে নয় আপনার-
পেট ভরে স্বাদ গ্রহন করা,
ভালোবাসা অর্থ হলো চিত্তে
দুঃখীর দুঃখ-কষ্টে নিজের মরা।
ভালোবাসা হলো আপনার চেয়ে-
অপরের ভাল ও কল্যান দেখা,
তবেই অপরকে ভালোবেসে হবে-
প্রকৃত অর্থে ভালোবাসা শেখা।
জগতে পরকে আপন করে তার-
সকল দুঃখ-কষ্ট নিবিড় করে,
ভালোবাসার নিরেট নির্মল দৃষ্টান্ত-
জগতে সর্ব স্তরে যেতে হবে গড়ে।
দূঃখ যাতনা শোক উত্তাপ অপরের-
জীবনের যত ব্যর্থতা ও গ্লানি রাশি,
নিতে হবে গ্রহন করে নিঃস্বার্থ ভাবে-
ভালোবেসে অপরের দিবানিশি।
পরকে ভালোবেসে অস্তিত্বে সত্বায়-
প্রকৃত ভালোবাসতে হবে,
তবেই সফলতা আসবে ভবে-
ভালোবাসাও সার্থকতা পাবে……
(তারিখঃ ২৫ ফেব্রুয়ারী২০১৭ঈশায়ী,
মহকক,চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট