শার্শায় বিদেশী মদসহ ৩ ভারতীয় নাগরিক গ্রেফতার
যশোরের শার্শায় ২০ বোতল বিদেশী মদসহ ৩ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার কামারবাড়ী মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাও এলাকার তপন দাশের ছেলে উত্তম দাশ (২৮), উত্তম দাশের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসিম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫১)।পুলিশ জানায়, গোপন খবরে, শার্শা থানার এসআই সুমন সরকার কামারবাড়ী মোড়ে একটি ইজিবাইকে তল্লাশি করে সন্দেহভাজন তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেন। পরে, তাদের ব্যাগ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, গ্রেফতারকৃতদের নামে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট