এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
(সুত্রঃ উর্বসী অনন্যাকে জীবনের প্রান্তরেখায় দৃশ্যমান রেখে আগামী দিনগুলোতে পথ চলতে উৎসর্গীত)
আধার কেটে আলো ফোটে চিরকাল,
মিষ্টি রোদ্দুরকে ভালোবাসতে শেখায় সকাল,
তোমার আঙ্গিনায় দোয়েল পাখির আগমন,
মাটির সোঁদা গন্ধে মনে জাগে শিহরন!
কেবলি উদাস মনে তোমার ব্যকুল বিচরন,
তুমি আমার সকাল-দুপর-বিনিদ্রিত ক্ষন,
চির চেনা সুরের মূর্চ্ছনায় বিমোহিত আমি,
রবে অন্তরের অন্তস্থলে রাণী রুপে তুমি।
কাল-কালান্তরের সাথী তুমি জীবন প্রপাতে,
লক্ষ্য একটাই ভালোবেসো জীবনে সাক্ষাতে,
ভালোবাসা ভালোবাসায় মিশে থাকে চিরদিন,
লবন যেমন জন্মে জলে; পানিতেই হয় বিলীন।
বেসেছি তোমারে ওগো ভালো আত্মায়,
সে যে আমার প্রেমের শফথ মিশে থাকো স্বত্তায়,
যাযাবর জীবন চাই! তুমি বিহীন,
বহতা জীবনে আসে ভালোবাসা চিরদিন ।
চির অমর হোক ভালোবাসা এ চরাচরে,
বর্নিল রুপ ভাষায় প্রকাশ পাক ঘরে-ঘরে,
দিবস ক্ষন নিশি-জগরনে ভালোবসে,
তোমাতে রবো বেঁচে অনাদিকাল মিশে……
(তারিখঃ ২৪__০২__২০১৭ ঈশায়ী, মহকক, চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট