কলমে:আলী আজম
তারিখ: 12+11=23
“একদা,
আমি আমার স্ত্রীকে বললাম
তুমি আমাকে যে ভালোবাসো
তা অতুলনীয় কিন্তু আমি তখন-ই
খুব খুশি হই যখন তুমি আমার
মাকে ভেবে ভালোবাসো” আর
তোমার ভালোবাসা পেয়ে “মা”
যে খুশি হয়,সেই খুশি এবং হাসিতে
আমার জান্নাতের দরজা খুলে যায়।
আর তখন তোমার প্রতি আমার যে প্রেম,
নিগূঢ় ভালোবাসা, কল্পনায়”পরী”র যে আবাস
আমি তোমাতে দেখতে পাই-স্বস্থির নিশ্বাস ফেলি শান্তির ছোঁয়ায় উদ্বেগলিত হয় আমার হৃদয়
মনে হয় যুগ যুগ বাঁচি,শতবর্ষ বাঁচি কাল
কালান্তর বাঁচি। আমি স্বার্থক,আমি একজন পরিপূর্ণ পুরুষ। আমার স্ত্রী সব শুনে বোঝে স্থির চিত্তে অপলক দৃষ্টিতে আমার নয়ন কোনে
চেয়ে রইল আর আস্ফুট কন্ঠে
শুধু একটি কথাই বলল,
আমি তোমাকে খুব ভালোবাসি।”
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট