শরণখোলায় ভয়াবহ আগুনে পুড়লো দোকান-বসতঘর। বাগেরহাট শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের হাসপাতাল রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি দোকান ও একটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে । বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর মোস্তফা হাওলাদারের ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শরণখোলা ফায়ার সার্ভিস কর্মীরা দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে। এতে ২ কোটি টাকার মালামাল পুড়ে যায় বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ক্ষতিগ্রস্থ স্কুল শিক্ষক জাকির হোসেন খান জানান, ফজরের নামাজের পর হঠাৎ করে তার বাসা সংলগ্ন একটি ফার্নিচারের দোকান থেকে আগুন জ্বলে ওঠে। মুহুর্তেই তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে । আগুন নিয়ন্ত্রনে আনার আগেই তার বসত ঘরসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। শরণখোলা ফায়ার সার্ভিসের ইনচার্জ শেখ ফিরোজ আলী জানান, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই । প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট