বনি,যশোর সদর প্রতিনিধি
সরকারি মাইকেল মধুসূদন কলেজের পক্ষ থেকে আজ রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় খুলনা বিভাগের কেশবপুর উপজেলার হাবাসপোল এলাকায় ১০০ টি পানিবন্দী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা, সরকারি মাইকেল মধুসূদন কলেজের দুইজন শিক্ষক এবং কলেজের ১০ জন শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দারা বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এই বছর পানির ভয়াবহতা বেশি। প্রায় এক মাসের বেশি সময় ধরে এই দুর্ভোগ পোহাচ্ছে।কিন্তু সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকে যাওয়ার আগে কোনো সংগঠন বা স্থানীয় পৌরসভা থেকে তাদের কোনো সহযোগিতা করেনি।অধিকাংশ বাড়িঘরে কোমর সমান পানি, কোথাও কোথাও বুক সমান পানি। পানিতে বিভিন্ন বিষক্ত আবর্জনা, সাপ ভেসে আসছে যার ফলে চুলকানি সহ বিভিন্ন রকমের চর্মরোগ হওয়ার সম্ভবনাও বাড়ছে।টিউবওয়েল গুলোর অর্ধেক পানিতে নিমজ্জিত। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য স্থানীয়রা ভবদহ বিলের দ্রুত সংস্কার করার জন্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট