আমরা কেমন মুসলমান
আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী,
কিন্তু তাঁর আদেশ নিষেধ পালনে বিমুখ!
আমরা মুখে বলি নবী (সা)-কে ভালোবাসি,
কিন্তু তাঁর সুন্নাহ পালনে বিমুখ!
আমরা কোরআন তিলাওয়াত করি,
কিন্তু এই কোরআনের নির্দেশ পালনে বিমুখ!
আমরা আল্লাহ প্রদত্ত নিয়ামত উপভোগ করি,
কিন্তু তাঁর কৃতজ্ঞতা স্বীকারে বিমুখ!
আমরা জানি বাতিল শক্তি আমাদের প্রকৃত দুশমন,
কিন্তু তার বিরুদ্ধে ল*ড়াই করতে বিমুখ!
আমরা সকলে জান্নাত লাভে উন্মুখ,
কিন্তু সেই জান্নাত পাওয়ার আমল করতে বিমুখ!
আমরা জাহান্নামের আ*গুন থেকে নিস্তার চাই,
কিন্তু সে আ*গুন থেকে বাঁচার প্রচেষ্টা চালাতে বিমুখ!
আমরা নিশ্চিত জানি প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ নেবে,
কিন্তু নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে বিমুখ!
আমরা পরচর্চা এবং পরনিন্দা করতে অভ্যস্ত,
কিন্তু নিজেদের ভুল-ত্রুটি শোধরাতে বিমুখ!
আমরা মৃতকে কবরস্থ করে জানাজা পড়ি,
কিন্তু নিজের জানাজার কথা স্মরণ করতে বিমুখ!
ভেবে দেখুন তো- আমরা কেমন মুসলমান .. !!
আল্লাহ এই আমলটা সর্বপ্রথম আমাকে যেন করার তৌফিক দান করে,,,
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট