স্টাফ-রিপোর্টারঃ
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা বাজারে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ইউনিয়ন শাখার আয়োজনে ম্যানেজমেন্ট অফ ডাইপেপসিয়া শীর্ষক পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত হয় রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪) সকাল সাড়ে এগারো ঘটিকায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, ফৈলজানা ইউনিয়ন শাখা, চাটমোহর, পাবনা-র সভাপতি মোঃ মুনসুর উদ্দিন আহমেদের সভাপতিত্বে।
কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে নাভানা ফার্মা’র মোঃ মাঈন উদ্দিন (ব্র্যান্ড এক্সিউটিভ-
স্ট্রাটেজিক ব্র্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, নাভানা ফার্মা)।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম
(আরএসএম- নাভানা ফার্মা,পাবনা নাটোর,সিরাজগঞ্জ),
মোঃ ইকবাল হোসেন (এরিয়া ম্যানেজার- নাভানা ফার্মা,পাবনা)
মোঃ কাশেম সরকার (এমপিও-ফিল্ড অফিসার, নাভানা ফার্মা, আটঘড়িয়া, পাবনা),
নাভানা ফার্মা কর্তৃক উৎপাদিত নতুন নতুন ঔষুধ সম্পর্কে পল্লী চিকিৎসকদেরকে তথ্য প্রদান করা হয়।
পল্লী চিকিৎসক কনফারেন্স পরিচালনা করেন
মোঃ ইকবাল হোসেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট