এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
আমি আর খুঁজবো না-
ভালোবাসি যাকে,
খুঁজে ফিরবো তাকে যে-
ভালোবাসে আমাকে…
চাইবো তাঁর সঙ্গ পেতে-
যে প্রেমে আমায় চায়,
অনেক খুঁজেছি তাকে-
সংগোপনে একা নিরালায়…
ভালোবাসা শুধু জীবনে-
ভালোবাসতেই আসেনা,
আসে বৈকি! কাঁদাতেও-
জীবনে নিয়ে বৈরী বাসনা…
চেয়েছি অনেক জনকেই-
ভালোবেসে এ জীবনে,
দেয়নি কেই একটু সাঁড়া-
চেয়ে জীবনের প্রয়োজনে……
(তাং২৪_০৯_২০১৮ ঈশায়ী,
রাতঃ ০১:২৬___১৩৫, মহকক,চলনবিল,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট