মোহাম্মাদ আজিজুল হক
রোকন সোনা চাঁদের কণা
ফোকলা দাঁতে হাসে,
দুই পার্শ্বে দুই কোলবালিশ,
রঙবেরঙে ভাসে।
দাদা দাদি মায়ের কোলে
যাদুর বাক্সের সুখ,
হাসি কান্না নিয়ে খুশি
ভরে যায় তার বুক।
ব্যঙের পায়ে হাটে সোনা,
বারান্দাতে বসে,
পাশে বসে মায়ের শান্তি ,
নানান স্বপ্নে ভাসে।
নানান রঙের খেলনাপাতি,
রোকন সোনা ধরে।
ছোট বড় বাড়ির সবাই
হেসে হেসে মরে।
এই ধরেছে ঘরের বেড়া,
এই ধরেছে খুঁটি,
ধপাস ধপাস পড়ে সোনা
ডাঙায় যেমন পুঠি।
হাঁটি হাঁটি পায়ের তালে
মোদের রোকন সোনা,
গতির সাথে তালমিলিয়ে
বড় হচ্ছে মোনা।
(গুরুদাসপুর, চলনবিল, নাটোর)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট